২০২৩ সালের অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য দুই বাংলাদেশি মনোনীত হয়েছেন। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ডা. শামারুহ মির্জা ও নাজমুল হাসান।
চার বিভাগে মোট ১৬ জনকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। বিভাগগুলো হলো এসিটি অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার, এসিটি সিনিয়র অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার, এসিটি ইয়াং অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার এবং এসিটি লোকাল হিরো। শামারুহ মির্জা ও নাজমুল হাসান লোকাল হিরো ক্যাটাগরিতে স্থান পেয়েছেন।
মহাকাশ গবেষণা, হিপ-হপে, মানবাধিকার, সূঁচিকর্মের মাধ্যমে জীবন বদলাতে অবদান রাখায় এসব পুরস্কার দেয়া হয়। আগামী ৯ নভেম্বর চার ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
ডা. শামারুহ মির্জা একজন মেডিকেল স্টুডেন্ট। তিনি মির্জা ফখরুলের ছোট মেয়ে। ডা. মির্জা অস্ট্রেলিয়ার ক্যানবেরায় সাংস্কৃতিক ও ভাষাগতভাবে বিভিন্ন গোষ্ঠীর অনেক নারীকে বিষণ্নতা থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করেছেন। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন তিনি।
নাজমুল হাসান সমাজে একজন রোল মডেল। এর আগে তিনি ‘এসিটি আউটস্ট্যান্ডিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড ফর ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন ২০২২’ এ সম্মানিত হন। আর ‘এবিসি ক্যানবেরা কমিউনিটি স্পিরিটস অ্যাওয়ার্ড ২০২২’ এ বিজয়ী হন।
Leave a Reply