রোহিঙ্গা সঙ্কট সমাধানে ভেতরে ভেতরে কাজ করছে চীন, তবে এ সঙ্কট সমাধানে আরও সময় লাগবে বলে মনে করে তারা।
‘ডিক্যাব টক’ এ চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীন মোটেও মিয়ানমারের পক্ষে কাজ করছে না। বাংলাদেশে চীনের ঋণ ফাঁদ ছিলো না, এখনে নেই বলেও জানান রাষ্ট্রদূত।
কূটনৈতিক সাংবাদিকদের নিয়মিত আয়োজন ‘ডিক্যাব টক’ এ চীনের রাষ্ট্রদূত ঘূর্নিঝড় সিত্রাংয়ে নিহতের জন্য সমবেদনা জানান। দু’দেশের সম্পর্কের নানা ইস্যুতে কথা বলার পর প্রশ্নোত্তরে জানান, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও যে কোন সঙ্কটে পাশে থাকবে চীন।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে বড় শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চায় চীন, এ নিয়ে কাজ চলছে।
Leave a Reply