রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুটি দলের সঙ্গে বৈঠকের কথা ছিল বিএনপির। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সংলাপের এ কর্মসূচি স্থগিত করেছে দলটি।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, এ দিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ ন্যাপের একাংশের চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর নেতৃত্বে প্রতিনিধি দল এবং বিকেল ৪টায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল ইসলামের নেতৃত্বে দলটির নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক নির্ধারিত ছিল। কিন্তু তা সিত্রাংয়ের জন্য স্থগিত করা হয়েছে।
বিএনপির এই নেতা আরও বলেন, বৈঠক দুটির পরিবর্তিত সময় পরে জানানো হবে।
Leave a Reply