1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
নোটিশ :
ইসরাইল প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনের জনসংখ্যার পরিসংখ্যানের একটি সংক্ষিপ্ত বিবরণ রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়নের সিদ্ধান্ত গ্রাহক পর্যায়ে আবারো বাড়ছে বিদ্যুতের দাম! নলেজ, ভ্যালুজ এবং স্কিলস এই তিনটির সমন্বয়ে হবে আমাদের শিক্ষা : শিক্ষামন্ত্রী রিজার্ভ থেকে আবারও বিলিয়ন ডলার চুরির খবর ভুয়া: বাংলাদেশ ব্যাংক আট লাখ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর, ৬ জুন পেশ র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে যা বললেন ডোনাল্ড লু দেশে ‌উইলসন রোগের নতুন ২ মিউটেশন শনাক্ত ২০ বছর পর নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে সিঙ্গাপুর এসএসসি উত্তীর্ণদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি, আবেদন করবেন যেভাবে
ব্রেকিং নিউজ :
ইসরাইল প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনের জনসংখ্যার পরিসংখ্যানের একটি সংক্ষিপ্ত বিবরণ রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়নের সিদ্ধান্ত গ্রাহক পর্যায়ে আবারো বাড়ছে বিদ্যুতের দাম! নলেজ, ভ্যালুজ এবং স্কিলস এই তিনটির সমন্বয়ে হবে আমাদের শিক্ষা : শিক্ষামন্ত্রী রিজার্ভ থেকে আবারও বিলিয়ন ডলার চুরির খবর ভুয়া: বাংলাদেশ ব্যাংক আট লাখ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর, ৬ জুন পেশ র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে যা বললেন ডোনাল্ড লু দেশে ‌উইলসন রোগের নতুন ২ মিউটেশন শনাক্ত ২০ বছর পর নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে সিঙ্গাপুর এসএসসি উত্তীর্ণদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি, আবেদন করবেন যেভাবে

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর চিঠি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৪ বার পঠিত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছরে উন্নীত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বুধবার (১ মে) এই তথ্য জানা গেছে।স্মার্ট প্রজন্ম গড়তে, জীবনমুখী অভিজ্ঞতা সম্পন্ন তরুণ প্রজন্মের চাকরির সুযোগ বিস্তৃত করতে ও সরকারি চাকরিতে শুধু বয়স নয় বরং দক্ষতাকে শর্ত হিসেবে বিবেচনায় নিয়ে বয়সসীমা ৩৫ করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে জনপ্রতিনিধি হিসেবে চিঠি দেন মন্ত্রী।বাংলাদেশের কোনো নির্দিষ্ট এলাকার তাপমাত্রার জন্য সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিপক্ষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তবে কোনো কোনো জেলায় যদি তা অসহনীয় পর্যায়ে যায়, সেখানে বিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।
রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী জানান, কোনো জেলা তাপমাত্রা যদি ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়, তবে সেখানকার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসাররা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানকে বন্ধ ও পাঠদানে সময়ও পরিবর্তন করতে পারেন।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, যে পূর্বাভাস পাওয়া গেছে, তাতে দেখা যায় পাঁচটি জেলায় তাপমাত্রা ৪০–এর পর্যায়ে আছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি বাংলাদেশে নতুন নয়। সুতরাং পাঁচটি জেলায় তাপমাত্রা ৪০-এর ওপরে যাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়। ঢাকা শহরের তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের বিদ্যালয়ে সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা পরিহার করতে হবে। জনপ্রিয়তার আলোকে তাঁরা সিদ্ধান্ত নিতে পারেন না। বাস্তবতার নিরিখে নিতে হবে। ঢাকা শহরের তাপমাত্রা সারা দেশের তাপমাত্রা নয়। কয়েকটি জেলায় সেখানে যদি অসহনীয় পর্যায়ে যায়, বিদ্যালয় সেখানে নিজস্ব পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে পারে।

কোনো জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি বা তারও বেশি বা প্রচণ্ড তাপপ্রবাহ হলে করণীয় বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একটি নির্দেশনা দেওয়া আছে। সেটি তাঁরাও সমন্বয় করেন।

মাধ্যমিকের ক্লাস শনিবারেও বন্ধ না রাখার ঘোষণার বিষয়ে প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এটি অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। আর কিছু হলেই স্কুল বন্ধ করে দেওয়ার আলোচনা কেন? সবকিছু খোলা থাকবে আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে, এ প্রত্যাশা যথাযথ নয়। তাঁরা শিক্ষা কার্যক্রম চালু রাখতে চান।

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ এবং ঈদ, রোজার দীর্ঘ ছুটি শেষে আজ প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।

আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

এদিকে, রাজধানী ঢাকাসহ সারা দেশে আরো ৭২ ঘণ্টা বা তিন দিন ধরে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ (২৮ এপ্রিল) হতে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

এর আগে গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথমবার তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়। এরপর কয়েক ধাপে তা বাড়ানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com