1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net

নবাবগঞ্জে আইপিএস কারখানা পুড়ে ছাই

  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪৮ বার পঠিত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বলমন্তচর এলাকায় ফ্রিজের স্টেবিলাইজার ও আইপিএস কারখানা বোরাক ইলেকট্রনিক্সে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেছে। শনিবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তের দাবি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ২টার দিকে অনুর আইপিএস তৈরির কারখানায় আগুন দেখে ডাক চিৎকার দেয়। আগুন কারখানার চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে দোহার ফায়ার সার্ভিসের দল ও এলাকাবাসীর যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানার যন্ত্রপাতিসহসব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

কারখানার মালিক মনিরুল ইসলাম অনু জানান, অগ্নিকাণ্ডে তার কারখানার তৈরি স্টেবিলাইজার, আইপিএস, কেবল ও মেশিনসহ সমস্ত মালামাল ভস্মীভূত হয়ে গেছে। এতে আমার ১০ লাখ টাকার লোকসান হয়েছে। আর এ ব্যবসাটা ছিলো আমার একমাত্র অবলম্বন।

দোহার ফায়ার সার্ভিস অগ্নিনির্বাপক কর্মকর্তা গোলজার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শনকারী নবাবগঞ্জ থানার এএসআই জয়নাল আবেদীন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com