1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
নোটিশ :
ইউক্রেনের খনিজ সম্পদ দখলের বিরুদ্ধে মার্কিন আইনপ্রণেতা: পশ্চিম এশিয়ার সম্পদ লুণ্ঠনের বিপর্যয় থেকে কেন শিক্ষা হয়নি? ছাঁটাইয়ের প্রতিবাদে জেনেভায় জাতিসংঘের কর্মীদের বিক্ষোভ অস্ট্রেলিয়ার নির্বাচনে আবারও লেবার পার্টির বিজয় মাধ্যমিকের অসচ্ছল, এতিম ও দুস্থ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে সরকার হঠাৎ পদত্যাগ করলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী  জাতীয় নির্বাচন : দলগুলোর নানা মত, ইসির ডিসেম্বরের প্রস্তুতি প্রাথমিক শিক্ষায় চালু হচ্ছে বৃত্তি আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ: আনিসুজ্জামান ২৩ মে দেশব্যাপী বিক্ষোভের ডাক হেফাজতে ইসলামের মহাসমাবেশ থেকে নারী বিষয়ক কমিশন বাতিলের দাবি আগে সংস্কার, পরে নির্বাচন: চরমোনাই পীর
ব্রেকিং নিউজ :
ইউক্রেনের খনিজ সম্পদ দখলের বিরুদ্ধে মার্কিন আইনপ্রণেতা: পশ্চিম এশিয়ার সম্পদ লুণ্ঠনের বিপর্যয় থেকে কেন শিক্ষা হয়নি? ছাঁটাইয়ের প্রতিবাদে জেনেভায় জাতিসংঘের কর্মীদের বিক্ষোভ অস্ট্রেলিয়ার নির্বাচনে আবারও লেবার পার্টির বিজয় মাধ্যমিকের অসচ্ছল, এতিম ও দুস্থ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে সরকার হঠাৎ পদত্যাগ করলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী  জাতীয় নির্বাচন : দলগুলোর নানা মত, ইসির ডিসেম্বরের প্রস্তুতি প্রাথমিক শিক্ষায় চালু হচ্ছে বৃত্তি আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ: আনিসুজ্জামান ২৩ মে দেশব্যাপী বিক্ষোভের ডাক হেফাজতে ইসলামের মহাসমাবেশ থেকে নারী বিষয়ক কমিশন বাতিলের দাবি আগে সংস্কার, পরে নির্বাচন: চরমোনাই পীর

আইটি প্রকৌশলীসহ দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহী জাপান

  • আপডেট সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৭৮ বার পঠিত

আইটি প্রকৌশলীসহ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপান। একই সঙ্গে বাংলাদেশে স্টার্টআপ ও গবেষণা উন্নয়ন প্রশিক্ষণ খাতে বিনিয়োগ করতে চায় দেশটি।
রবিবার (২৩ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে এই আগ্রহের কথা জানান।

জাপানের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের আইসিটি রফতানি থেকে ৩০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে অর্জিত ১২০ মিলিয়ন ডলারের বাজারকে বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মত প্রকাশ করেন।

মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জাপানে রফতানি বাড়াতে আইটি/আইটিইএস রফতানি পোর্টফোলিও বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকার আগামী তিন বছরে বিশ্ববিদ্যালয়ের এক লাখ শিক্ষার্থীকে এআই, বিগ ডাটা, আইওটি, ক্লাউড কম্পিউটিং, সেমিকন্ডাক্টর প্রভৃতি উদীয়মান প্রযুক্তিতে প্রশিক্ষণ দেবে। এই প্রশিক্ষিত জনশক্তি জাপানের বাজারের চাহিদা মেটাতে সক্ষম হবে বলে দেশটির বাণিজ্যমন্ত্রীকে জানান প্রতিমন্ত্রী।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, সাতটি বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এর মধ্যে সফটওয়্যারের পর বাংলাদেশের হার্ডওয়্যার খাতে এবং সম্ভাবনাময় স্টার্টআপ খাতে বিনিয়োগে জাপানের আগ্রহ রয়েছে। এ ছাড়া দেশটি জনঘাটতি মেটাতে বাংলাদেশের ফ্রেশ গ্র্যাজুয়েটদের এআই, রোবটিক্স মাইক্রোচিপ ডিজাইন এবং সাইবার সুরক্ষায় প্রশিক্ষণ দিয়ে তা পূরণ করার বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি হাইটেক পার্কে বাংলাদেশ-জাপান আইটি ইনস্টিটিউট ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। আর এসব বিষয় চূড়ান্ত করতে আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানান।

বৈঠকে বাংলাদেশি আইটি/আইটিইএস/হার্ডওয়্যার কোম্পানি/স্টার্টআপদের জন্য একটি আইটি সামিটের আয়োজন করা বিষয়ে একমত পোষণ করা হয়। যেখানে বি২বি ম্যাচ মেকিং, বিনিয়োগ বাড়ানো, জ্ঞান ভাগ করে নেওয়া, পণ্য প্রদর্শন ইত্যাদির সুযোগ থাকবে বলে জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, সনির পর হিটাচি, তোশিবা, টয়োটা, নিশান ও কাওয়াসাকি বাংলাদেশে তাদের গবেষণা ও উন্নয়কেন্দ্র খুলবে। সফটওয়্যার খাতে জাপান বাংলাদেশের জন্য ষষ্ঠ রফতানিকারক দেশ হিসেবে আরও বেশি মনোযোগী হবে সরকার। তিনি বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম, আইসিটি বিভাগের ইডিইজি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আব্দুল বারী তুষার, জাপানের অর্থনীতি, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের ওভারসিজ এনার্জি ইনফ্রাস্ট্রাকচার অফিসের পরিচালক উমেদা হিদেয়াকি, ট্রেড পলিসি ব্যুরোর মহাপরিচালক মেতসুউ টেকেহিকো, বাণিজ্য নীতি ব্যুরোর দক্ষিণ-পশ্চিম এশিয়া অফিসের পরিচালক, মুরায়ামা কাতসুহিকো, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, প্রথম সচিব হারুতা হিরোকি এবং আজুমায়া কেনজিসহ আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com