বন্ধু রাষ্ট্রগুলো থেকে কোন ভিন্ন মত দেখতে পাচ্ছি না উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, যারাই আসছেন তারা সবাই অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের পক্ষেই কথা বলছেন। কাজেই আমি মনে করি না, আমাদের নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা আছে।
শুক্রবার ১৪ জুলাই দুপুরে চাঁদপুর স্থানীয় হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠে বৃক্ষ মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি দল যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা সামরিক শাসনের যাঁতায় এদেশের মানুষকে পিষ্ট করেছে। তারা বছরের পর বছর কারফিউ দিয়ে দেশ চালিয়েছে, যারা দেশের মানুষকে হত্যা করেছে, অগ্নিসংযোগ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ণ করেছে, যুদ্ধাপরাধীদের দোসর হয়েছে, রাজাকার আলবদরদের ক্ষমতায় বসিয়েছে, আজকে তারা গণতন্ত্রের জন্য মায়া-কান্না করছে এটি এখন একটু অদ্ভুত ব্যাপার।
তিনি আরও বলেন, নির্বাচন যেকোন একটি দেশের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য একটি অন্যতম প্রধান ধারক। প্রত্যেক দেশ তাদের আইন অনুসারে নির্বাচন করে। বিদেশিরা আমাদের সাথে এসে দেখা করছে, তাদের দেশে একই রকমভাবে নির্বাচন হয়। আমাদের সংবিধানে আছে। আমাদের সমস্ত নির্বাচন সুষ্ঠুভাবে করার ব্যবস্থা আছে। গত অনেকগুলো সিটি নির্বাচন মানুষের কাছে প্রমাণিত ও সারা বিশ্বের কাছে প্রমাণিত। সুষ্ঠু, অবাদ এবং নিরপেক্ষ নির্বাচন এদেশে সম্ভব এবং হচ্ছে।
তিনি বলেন, কাজেই এখানে ভিন্ন কিছু করার অবকাশ নেই। যথা সময়ে, যথা নিয়মে, আইন কানুন মেনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। অবশ্যই আমরা সরকারি দলে আছি এবং সর্ববৃহৎ গণতান্ত্রিক দল হিসেবে আমাদের প্রত্যাশা সকল রাজনৈতিক দল তারা সেখানে অংশগ্রহণ করবেন। নির্বাচনে অংশগ্রহণ করা যেমন অধিকার অংশগ্রহণ না করতে চাওয়াটাও একজনের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পরে। কাজেই আমরা আশা করি সবাই নির্বাচন অংশগ্রহণ করবে এবং জনগণ সুযোগ পাবে সবার মধ্য থেকে তাদের পছন্দ মত প্রার্থী বেছে নিবে। কাজেই এখানে অন্যকে এসে কি বলে গেল বড় বিষয় নয়।
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, বিভাগিয় বনকামকর্তা মোগাম্মদ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply