চলমান বিশ্বের খাদ্য সংকট মোকাবেলায় সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে। আমাদের চিকিৎসকদের উচিৎ হবে আগত ফসল উৎপাদনকারী কৃষকদের সেবা নিশ্চিত করা। কৃষকরা একদিন অসুস্থ থাকলে দেশের খাদ্য ঘাটতিসহ অর্থনৈতিক প্রভাব পড়বে। তাই কৃষকদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য সকল চিকিৎসককে ঐক্যবদ্ধভাবে তাদের সেবা দিতে হবে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এসব কথা বলেন।
তিনি বলেন, সাধারণ রোগীদের সেবার কথা বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন। আমরা সর্বদা তাই করার চেষ্টা করছি। রোগ প্রতিরোধ ও গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বায়োব্যাংক প্রতিষ্ঠা করা হবে।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. জাহিদ হোসেন, প্রো- ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা.একেএম মোশাররফ হোসেন, প্রো- ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আসাদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন।
আলোচনা সভা শেষে ৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ উদ্বোধনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএসএমএমইউতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।
Leave a Reply