ভবনের নিরাপত্তা নিশ্চিত না হলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
বুধবার (১২ অক্টোবর) সকালে, বাংলাদেশ ইউনির্ভার্সিটি অব প্রফেশনালস এ ডিজাস্টার ম্যানেজম্যান্ট এক্সারসাইজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আবাসিক ও বাণিজ্যিক ভবনে প্রস্তুতি ও নিরাপত্তার অভাবে আগুন লাগার ঘটনা খুই সাধারণ। বিল্ডিং কোড অনুযায়ী ভবন নির্মাণ করা হচ্ছে না জানিয়ে মেয়র বলেন, ঢাকার আবাসিক ও বাণিজ্যিক উভয় ধরনের উঁচু ভবনে প্রায় ৯০ শতাংশই অগ্নি নিরাপত্তা ও প্রস্থানের ব্যবস্থা নেই।
Leave a Reply