গত কয়েক দিনের হাড় কাপানো শীতে কাপছে সারাদেশ। সবচেয়ে বেশি ভোগান্তিতে হতদরিদ্র আর ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে তাদের। ঘুমহীন রাতে ঘরবাড়িহীন মানুষের অপেক্ষা একটি কম্বলের। অনেক ব্যক্তি বা সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করলেও তা পর্যাপ্ত নয়। হুড়োহুড়িতে বঞ্চিত হন নারী ও বৃদ্ধরা।
রাত যতই বাড়ে, তীব্র হয় শীত। জেঁকে বসা প্রচণ্ড শীতে নাকাল, কমলাপুর রেল স্টেশনে থাকা ঘরহীন মানুষ। নেই গরম কাপড়, ফলে তীব্র শীতে কাটছে নির্ঘুম রাত।
গত কয়েকদিনের শীত বাড়িয়েছে দুর্ভোগ। ব্যহত জনজীবন। আবহাওয়া অধিদফতর বলছে, মাঝেমধ্যে কিছুটা কমলেও পুরো জানুয়ারি মাসজুড়েই থাকবে এমন শীত।
Leave a Reply