1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

রাজপথেই সরকারকে পরাজিত করা হবে : মির্জা ফখরুল

  • আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৪৫ বার পঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলনের মাধ্যমে রাজপথেই সরকারকে পরাজিত করা হবে।

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত নাজির উদ্দিন জেহাদের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার করা হয়। মির্জা ফখরুল বলেন, ‘আজও সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে। জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। প্রয়োজনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করতে হবে।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র নেই, দেশ কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে ‘

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি দেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। হাজার প্রাণ গেলেও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘মানুষ জেগে ওঠতে শুরু করেছে। এখনও সময় আছে নিরাপদে সরে পড়ুন। নয়তো পালাবার পথ পাবেন না। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নয়তো জনগণকে সম্পৃক্ত করে রাজপথেই সরকারকে পরাজিত করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com