1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net

বছরের প্রথম দিনেই নতুন বই পাবে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২১৮ বার পঠিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পহেলা জানুয়ারি শিক্ষার্থীরা নতুন বই পাবে। তিনি বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের শিখন পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে।’

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে হলে শিক্ষাব্যবস্থায় একটা রূপান্তর ঘটাতে হবে। সেই রূপান্তর ঘটানোর লক্ষ্যেই আমরা নতুন শিক্ষা কার্যক্রম নিয়ে আসছি। শিক্ষার্থীদের শিখন পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে।’

দীপু মনি বলেন, ‘৩১ ডিসেম্বর নতুন বছরের পাঠ্যবইয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর পহেলা জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বই পাবে।’

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের বিষয়ে দীপু মনি বলেন, ‘নারী-পুরুষ, নবীন-প্রবীণ সবাইকে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব হবে। আওয়ামী লীগ যেভাবে এতদিন নেতৃত্ব দিয়ে গেছে, ঠিক একইভাবে আগামীতে নেতৃত্ব দিয়ে যাবে। একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগই নির্বাচনের আইনগুলো মেনে দল পরিচালনা করে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরন দাশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com