1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net

বিবিসির প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের সানজিদা

  • আপডেট সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৪০ বার পঠিত

বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। সেই তালিকায় ঠাঁই পেয়েছেন বাংলাদেশের ময়মনসিংহের তরুণী সানজিদা ইসলাম ছোঁয়া। বাল্যবিয়ে বন্ধে কাজ করায়, বিশ্বের নানা দেশের অন্যান্য নারীর সঙ্গে স্থান পেয়েছেন তিনি।

বিবিসির এই তালিকায় আরও আছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা, আফগানিস্তানের ফাতিমা আমিরি ও ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, মার্কিন পপতারকা বিলি আইলিশের নাম।

বিশ্বে যেসব দেশে বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি, তার মধ্যে অন্যতম বাংলাদেশ। সেটা দৃশ্য বদলে দেয়ার চেষ্টায় কাজ করছেন সানজিদা ইসলাম ছোঁয়া। স্কুলে পড়াকালীন বাল্যবিয়ের প্রভাব সম্পর্কে জানার পর, এর বিরুদ্ধে কাজ করার সিদ্ধান্ত নেন। এখন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী ঘাসফড়িং গ্রুপের সদস্য। এ পর্যন্ত তারা অর্ধশত বাল্যবিয়ে রোধ করেছেন। সানজিদার গ্রামের বাড়ি ময়মনসিংহে।

বাল্যবিয়ে রোধে অবদানে বিবিসির ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকায় উঠে আসে সানজিদার নাম। চারটি বিভাগে এই নারীর নাম প্রকাশ করা হয়েছে। এগুলো হলো রাজনীতি ও শিক্ষা; সংস্কৃতি ও খেলাধুলা; অধিপরামর্শ ও সক্রিয়তা এবং স্বাস্থ্য ও বিজ্ঞান।

সানজিদা ইসলাম স্থান পেয়েছেন অধিপরামর্শ ও সক্রিয়তা বিভাগে। যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির ওয়েবসাইটে এই নারীদের সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশ করা হয়েছে। এতে সানজিদা ইসলাম সম্পর্কে বলা হয়েছে, বাল্যবিবাহ ঠেকাতে কাজ করেন তিনি, তার সহপাঠী ও শিক্ষকেরা।

এছাড়া তালিকায় আরও আছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার নাম। মানবাধিকার ও ইউক্রেনীয় সংস্কৃতি প্রচারের অবদান রাখায় তার নাম উঠে আসে। ইউক্রেন যুদ্ধে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে বারবারই উঠে এসেছে তার স্ত্রী জেলেনস্কার নামও।

ইউরোপীয় কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট জার্মানির উরসুলা ফন ডের লায়ানের নামও আছে বিবিসির তালিকায়। ব্রেক্সিট থেকে শুরু করে করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধ সংকটে ইউরোপীয় কমিশনকে দিক নির্দেশনা দেন তিনি। জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মন্ত্রিসভাতেও ছিলেন তিনি। এছাড়া দেশটির প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রী ছিলন।

হিজাব না পড়ায় গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে ইরানের মাহসা আমিনির মৃত্যুর পর, ইরানে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। এতে অংশ নেয়া বিক্ষোভকারীদের একটা বড় অংশ ইরানের নারীরা। তাদের কেও রাখা হয়েছে বিবিসির তালিকায়।

এছাড়াও আছেন, বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া, আমেরিকান পপতারকা বিলি আইলিশ, অভিনেত্রী সেলমা ব্লেয়ার এবং রুশ পপসম্রাজ্ঞী আলা পাগচেভা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com