রাজশাহীতে ৩ ডিসেম্বর বিভাগীয় মহাসমাবেশ কে ঘিরে পুলিশ প্রশাসনের অত্যাচার ও নিপীড়নের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় মালোপাড়া দলীয় কার্যালয়ে মহা সমাবেশের সমন্বয়ক ও দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত সংবাদ সম্মেলনে বলেন, তাদের শতশত নেতাকর্মীদের ধরপাকড় চলছে। এরই মধ্যে জেলার ৯ টি উপজেলা ও ৮ টি জেলায় বহু গায়েবি মামলা দিয়েছে পুলিশ।
অনুষ্ঠানে রাজশাহী জেলা বিএনপির সমন্বয়ক আবু সাইদ চাঁদ বলেন, রাজশাহীর ৯ টি উপজেলার ২৩ টি ইউনিটে এরই মধ্যে ৯ টি মামলা দায়ের হয়েছে। উপজেলা গুলোতে অন্তত ১৪শ’ অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে মামলা দিয়েছে পুলিশ। ব্যাপক লোক সমাগম হবে জেনে ভয় পেয়ে সরকার এখানে যে কোন মূল্যে সমাবেশ আটকাতে চাইছে। তারপরও যে করেই হোক, সমাবেশে নেতাকর্মীরা আসবেই, বলেন তিনি।
Leave a Reply