1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

রাজশাহীতে বিএনপি সমাবেশ সামনে রেখে ব্যাপক ধরপাকড়ের অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১২৯ বার পঠিত

রাজশাহীতে ৩ ডিসেম্বর বিভাগীয় মহাসমাবেশ কে ঘিরে পুলিশ প্রশাসনের অত্যাচার ও নিপীড়নের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় মালোপাড়া দলীয় কার্যালয়ে মহা সমাবেশের সমন্বয়ক ও দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত সংবাদ সম্মেলনে বলেন, তাদের শতশত নেতাকর্মীদের ধরপাকড় চলছে। এরই মধ্যে জেলার ৯ টি উপজেলা ও ৮ টি জেলায় বহু গায়েবি মামলা দিয়েছে পুলিশ।

তিনি দাবি করেন, ককটেল ব্যবহার করে ত্রাস সৃষ্টি করেছে পুলিশ। হয়রানী করে ঘরছাড়া করছে নেতাকর্মীদের। গ্রেপ্তারের হুমকি দিয়ে ঘুষ বাণিজ্য করা হচ্ছে।এছাড়াও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আশ্বাস দেয়া হলেও এখন পর্যন্ত মাদরাসা মাঠে তাদের নামতে দেয়া হয়নি। মাঠটির প্রবেশ দ্বারে তালা দিয়েছে রাজপাড়া থানা পুলিশ। এদিকে ১ ডিসেম্বর থেকে যে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে তা পরিবহন শ্রমিকরা চায় না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে রাজশাহী জেলা বিএনপির সমন্বয়ক আবু সাইদ চাঁদ বলেন, রাজশাহীর ৯ টি উপজেলার ২৩ টি ইউনিটে এরই মধ্যে ৯ টি মামলা দায়ের হয়েছে। উপজেলা গুলোতে অন্তত ১৪শ’ অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে মামলা দিয়েছে পুলিশ। ব্যাপক লোক সমাগম হবে জেনে ভয় পেয়ে সরকার এখানে যে কোন মূল্যে সমাবেশ আটকাতে চাইছে। তারপরও যে করেই হোক, সমাবেশে নেতাকর্মীরা আসবেই, বলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com