মেরিন সেক্টরে সারা বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশের দক্ষ জনবল। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে সমুদ্র গবেষণা ও বাণিজ্য এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির আয়োজনে আন্তর্জাতিক সেমিনারে এ আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী। বলেন, দেশের সমুদ্র সম্পদের নিরাপত্তা নিশ্চিতে এই বিশ্ববিদ্যালয় বড় ভূমিকা রাখবে। এজন্য সম্মিলিত প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে ভারতের গোয়া ইউনিভার্সিটির সাথে সহযোগিতা চুক্তি সই হয়।
Leave a Reply