দক্ষিণ এশিয়ার হালনাগাদ তথ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটের প্রথম পাতা৷ এই প্রতিবেদনটি আর হালনাগাদ করা হচ্ছে না৷যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য গার্ডিয়ান সম্প্রতি একটি খবর প্রকাশ করেছে। তাতে দাবি করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার জন্য চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি জানিয়েছেন, দুর্নীতির অভিযোগ নিয়ে ‘ভুল বোঝাবুঝি’র অবসান ঘটানোর জন্যই তিনি দেখা করতে চান। উল্লেখ্য, আজ, সোমবার লন্ডন সফরে যাচ্ছেন ইউনূস। সে সময়েই তার সঙ্গে দেখা করতে চেয়েছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, তিনি টিউলিপের কোনো চিঠি পাননি। হাসিনার বোন শেখ রেহানা এবং টিউলিপের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। দেশে যার তদন্ত চলছে। সে বিষয়েই ইউনূসের সঙ্গে টিউলিপ কথা বলতে চেয়েছেন বলে গার্ডিয়ান দাবি করেছে।
এসজি/এসসি (দ্য গার্ডিয়ান, প্রথম আলো)
Leave a Reply