জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, বাংলাদেশে প্রতিরক্ষাসামগ্রী রপ্তানি করবে তারা। এই মুহূর্তে মোবাইল রাডার সিস্টেম বিক্রি করার জন্য আমাদের দেশের একটি কোম্পানি কাজ করছে।
সোমবার (১৪ নভেম্বর) সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইতো নাওকি বলেন, প্রতিরক্ষাসামগ্রী রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা ছিল; জাপান সেটি তুলে নিয়েছে। আমরা ইতোমধ্যেই আসিয়ান অঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে চুক্তি করেছি। এখন আমরা বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি অ্যারেঞ্জমেন্ট করতে চাচ্ছি। এর মাধ্যমে জাপানি কোম্পানি বাংলাদেশে প্রতিরক্ষাসামগ্রী রপ্তানি করতে পারবে।
তিনি বলেন, এখন আমরা মোবাইল রাডার সিস্টেম বিক্রি করতে চাচ্ছি। ফিলিপিন্সের বিমানবাহিনীর কাছে ওই সিস্টেম বিক্রি করেছে জাপানের একটি কোম্পানি। তারা এখানেও এটি বিক্রি করতে চায়। জাপান যদি একটি পণ্যও রপ্তানি করতে পারে, তবে দুই দেশের সম্পর্ক ভিন্ন রূপ পাবে।
Leave a Reply