দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।রোববার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বার্তায় ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ১৭ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০ আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৩ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫ পেয়ে প্রথম হয়েছেন খুলনা মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সুশোভন বাছাড়। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। অংশগ্রহণকারী এক লাখ ৩১ হাজার ৭২৯ পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন।শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল জানতে পারবে https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের https://dgme.portal.gov.bd/ ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাচ্ছে। পাশাপাশি যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মোবাইলফোনে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হচ্ছে।ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট এক লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে এক লাখ ৩১ হাজার ৭২৯ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২ ফেব্রুয়ারি হতে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি ২৩ জানুয়ারি প্রকাশিত হবে।
Leave a Reply