1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

১২ দফা দাবি পরিবহন শ্রমিক নেতাদের

  • আপডেট সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৫১ বার পঠিত

শনিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।

পরিবহন ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের চাঁদাবাজ চক্রের হাত থেকে মুক্তি এবং তাদের নিরাপদ কর্মসংস্থানসহ ১২ দাবি জানিয়েছেন তারা।

সড়ক পরিবহন শ্রমিক নেতাদের দাবিগুলো হলো- সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক সড়ক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, প্রজ্ঞাপন অনুযায়ী মাসিক বেতন প্রদান ও ৮ কর্মঘণ্টা নির্ধারণ;  পরিবহন শ্রমিকদের চিকিৎসা ভাতা এবং দুই ঈদ ও পূজায় উৎসব বোনাস প্রদান; পরিবহন সেক্টরে অবৈধ চাঁদাবাজি ও হাইওয়ে সড়কে অহেতুক পুলিশের হয়রানি বন্ধ; যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে মেয়াদোত্তীর্ণ সব ধরনের ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করতে হবে।

 

তারা আরও দাবি করেন, বিআরটিএ থেকে পরিবহন চালকদের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে রিটেস্ট প্রথা বাতিল ও পরিবহন শ্রমিকদের সহজ পদ্ধতিতে লাইসেন্স দিতে হবে; ঢাকায়  যানজট নিরসনের লক্ষ্যে ফুলবাড়িয়া স্টপওভার অস্থায়ী পরিবহন টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তর করতে হবে; সড়ক পরিবহন শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ তহবিল বিল অবিলম্বে বাস্তবায়ন করতে হবে; নাইট কোচ যাত্রীদের ডাকাতির হাত থেকে রক্ষা করার জন্য প্রতিটি পরিবহনের মালিকের মাধ্যমে দুই জন আনসার-পুলিশ নিয়োগ করতে হবে; মালিক সমিতি থেকে পরিবহন শ্রমিকদের জন্য প্রত্যেক টার্মিনালে বিশ্রামাগার স্থাপন করতে হবে; ঢাকা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা সব বাস ও নাইটকোচ কাউন্টার অবিলম্বে আন্তঃজেলা টার্মিনালে স্থানান্তর করাসহ বিভিন্ন এলাকায় অনুমোদন বিহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করতে হবে।

 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. হানিফ খোকন বলেন, “পরিবহন শ্রমিকদের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে। অথচ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পরিবহন শ্রমিকদের লাভের পক্ষে না গিয়ে শ্রমিকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা এবং উন্নয়নকে নস্যাৎ করার চেষ্টা করছে। তারা মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান করে শ্রমিকদের ভুল বুঝিয়ে সরকারবিরোধী প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমাদের দাবি হলো শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন ও সড়কে চাঁদাবাজি বন্ধসহ ১২ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com